Ramjibanpur

Ramjibanpur

Ramjibanpur, west bengal, bangla, west bengal results, wb results , wb education

Slider

Hot

Post Top Ad

Post Top Ad

শ্রী শ্রীঁ রক্ষাকালী মাতার "মাটি তোলা উৎসব" ২০১৮

7:08 AM
শ্রী শ্রীঁ রক্ষাকালী মাতা ঠাকুরানী ।।রামজীবনপুর ,পশ্চিম মেদিনীপুর।।
আসুন জেনে নিই মায়ের বিস্তারিত তথ্য :-

এই দেবীর আরাধনা বহু পুরাতন ।।কথিত আছে একসময় মহামারী তে এলাকা ক্ষতিগ্রস্থ হয়ে পড়লে এক অগ্নি জ্যোতি এসে উপনীত হয় এই শহরে ।।মহামারী থেকে রক্ষাকরার জন্য এই দেবীর নাম হয় মাতা রক্ষাকালিকা,ব্রহ্মরুপা সনাতনী ।।এই দেবী দক্ষিনাকালী মাতা ,অর্থাৎ দক্ষিণমুখী ।।কথিত আছে পরমপুরুষ ঠাকুর#রামকৃষ্ণ দেব এই দেবীর দর্শনে এসেছিলেন ।।মন্দিরের একনিষ্ঠ পূজারী কে দেবী স্বপ্নাদেশ দিতেন ,তারপরই মায়ের পূজার অনুমতি পাওয়া যেত ।। আগে পুজা হতো জীর্ণ এক মন্দিরে ।। কিন্তু মায়ের কৃপায় তৈরি হয় নুতন মন্দির ।।২০১০ সালের ১০ জুলাই মায়ের শেষ পূজা হয় নব নির্মিত মন্দিরে ।।২০১৮সালে,অর্থাৎ ৭ বৎসর পর আবার আরাধনা ।।দেশবাসীর ঐকান্তিক ইচ্ছাতেই মায়ের আরাধনা প্রস্তুতি ।।

দেবীর মূর্তি তে বিশেষ রূপ লক্ষ্যনীয়:-

এই মায়ের মূর্তি হয় দ্বিভূজা রূপে ।।দেবীর একহাতে(ডান ) থাকে ব্রহ্ম মানব,অর্থাৎ ব্রহ্ম কে ধারণ করেন, তাই তিনি ব্রহ্মময়ী ।। অপর হাতে থাকে কাল রুধির পাত্র ,কালের কলন গ্রাস করেন ,তাই তিনি কালিকা ।।কোনো খড়গ থাকে না।।মায়ের মাথার ওপর থাকে কুণ্ডলিনী স্বরূপ সর্প যা মায়ের কেশ ধারণ করে রয়েছে ।।এবং তাহার পিছনে থাকে অসীম ফনা বিশিষ্ট বাসুকি নাগ যা ধরিত্রীকে ধারণ করে রেখেছে ।।দেবীর শরীরে থাকে সর্প রুপি পৈতা ,দেবী জগদ্ধাত্রীর মতো ।।এবং মুন্ডমালা ।।এই দেবীকে নীলাম্বরী কাপড় পরানো হয়।।আভরণ থাকে স্বর্ণালংকারে।।
মায়ের দুই পাশে ডাকিনী ও যোগিনী বর্তমান।। এবং পেছনে দুটি কঙ্কাল নারী ও পুরুষ বর্তমান থাকে।। মায়ের ডান পাশে থাকেন চতুর্মুখী ব্রহ্মা ও দেবরাজ ইন্দ্র ।।উভয়েই আদি শক্তিকে প্রণাম নিবেদন করছেন ।।বামে থাকেন ভগবান বিষ্ণু ও দেবাদিদেব মহাদেব ।।ভগবান বিষ্ণুও প্রণাম নিবেদন করেছেন ।।আর মহাদেব মহাকালেশ্বর একহাতে ত্রিশুল ও অপর হাতে ডমরু নিয়ে দণ্ডায়মান।।আর একটি ,যিনি থাকেন দেবীর পদতলে ।।
এছাড়াও দুটি মাটির ব্রাহ্মণ ও তান্ত্রিক থাকে।।বলা হয়, দেবীর পূজা সাধারন কেও করতে পারে না ,তাই এই মহা শক্তির পূজক হিসাবে দুই মূর্তিকে কল্পনা করা হয়।।এছাড়া একটি শেয়াল ও কাক,মৃতদেহ খাদ্যরত মূর্তি থাকে ।।
এক বৎসর ধরে এই মূর্তি পূজিত হয় মূল মন্দিরে।।তারপর মায়ের বিসর্জন দিয়ে দেওয়া হয়।।পূজিত হয় মায়ের কাঠামো ।।এবং ভক্তগণ প্রতীক্ষায় থাকেন আবার মায়ের মূর্তিকে দর্শন করার জন্য ।।


দেবীর মাটি তোলা উৎসব :--
দেবীর মাটি তোলা উৎসব এই পূজার আঙ্গিকে এক বড় উৎসব ।। মায়ের মন্দির থেকে কিছু কিমি দূরে “ রানীর দীঘি” নামক এক পুষ্করীনির পাড়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান ।।একটি ঝুড়ি ও কোদাল নিয়ে হস্তী ,বাদ্য শোভাযাত্রা সহকারে যাওয়া হয় ওই স্থানে।।কথিত আছে পূর্বে নাকি দেবী শঙ্খচিল রূপে ওই শোভাযাত্রার সাথে যেতেন ।।এবং ওই চিলের ছায়া মাটিতে পড়লেই সেই ছায়া অংশ টুকুর মাটি সংগ্রহ করে আনা হবে মূল মন্দিরে ।।ওই পবিত্র মাটিতে নির্মিত হবে মায়ের মূর্তি ।।এবং অন্যান্য দেবতাদের মূর্তি ।।বর্তমানে ও ওই ঘটনার ওপরই এই অনুষ্ঠান ।।এই বৎসর ২৭ শে চৈত্র ,11 ই এপ্রিল ।।

Ramjibanpur Maa Raksha Kali Mati Tola Utsab
এই সকল মূর্তি সহ দেবীর দর্শন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে দুর্লভ ।।এইখানে আদ্যাশক্তির আরাধনা,মহাশক্তির পূজা হয় ভক্তি ,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে।।দেবীর কৃপা লাভের আশায় সমাগম ঘটে অগণিত ভক্তবৃন্দের ।।মুখর হয়ে ওঠে রামজীবনপুর শহর ।।


২০১৮ র মাতৃ বন্দনায় সকলকে জানাই সাদর আমন্ত্রণ ।।আসুন আমরা সকলে মনের কালিমা দেবীর চরণে নিবেদন করে বলি –


“ ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ,ভদ্রকালী কপালিনী ,দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমৌস্তুতে”।।
Read More

Art Mania 2017 Drawing Competition

7:23 AM
আর্ট মেনিয়া ২০১৭ বসে আঁকো প্রতিযোগিতা রামজীবনপুর শহরে।
Art Mania 2017 Drawing Competition

Read More

Bangla Kobita : সূর্য্যকান্ত লোহ : " শীত কাতুরে,কি ভীতুরে! "

12:17 AM
শীত কাতুরে,কি ভীতুরে!

............................................................
পৌষ-মাঘ শীত কাল ফাটবে ঠোঁট, ফাটবে গাল;
ভয় লাগবে স্নান করতে,
মনে হবে শুধু লেপে ঢুকতে;
মরবে শুধু হিঁ হিঁ ক'রে,
চাইবে না আর, 'শীত' আসুক ফিরে।।
তবু শীতের গুন কী জানো?
মানো আর না-ই মানো- শীতকালে খাবে, যা-ই
হজম হয়ে যাবে, তা-ই
শীতকাল সবজী মোড়া, খেয়ে সবাই পেট ভরা।
তাই আর শীতের ভয়ে,
থাকিস না, কেউ লুকিয়ে ঠোঁট ফাটবে, ফাটুক না কেনো;
দোকান আছে লোশন সাজানো।
স্নান করতে ম'লে?
করোনা, গরম জলে-একবারই তো,
'একটু শীত' লাগবেই তো।
কেঁপোনা, কেঁপোনা; 
জানা আছে তো, 'উল বোনা'?
এরপরও শীতকে ডর?
তোরা সবাই মর মর-
শীতে না যদি করিস, স্নান
তোদের আর, রইল না মান।
আড়াইটা মাস শীত থাকে,
তা তো আমার ভালোই
লাগে; 
তোরা সব শীত কাঁতুরে আমি বলব কি ভীতুরে!

রচয়িতা- সূর্য্যকান্ত লোহ । (SURYAKANTA LOHA)
রামজীবনপুর; পশ্চিম মেদিনীপুর ।
Read More

Bangla Kobita By : সূর্য্যকান্ত লোহ " "উদার তরু"

3:42 AM
উদার তরু
উদার তরু
............................................................ও ভাই,গাছ
তোমার কি নেই কোনো লাজ?
তোমাদের মোরা, করি কত নির্যাতন;
তবু তোমরা, মোদের দাও কত ধন!
তোমরা থাকলে ক্ষরা আর বন্যা,
পৃথিবীতে তো, আর দেখা যেতো না।
চারিদিকে হচ্ছে, আজ শুধু ভূমিক্ষয়;
তোমরা থাকলে, আর তো নেই, কোনো ভয়।
আর, মোদের প্রাণবায়ু অক্সিজেন?
তোমরা ছাড়া, আর তা কারা দেন?
আর এই কুমতি-নর;
দেয় কি তোমায়, কোনো কর?
তোমায় তারা না ক'রে পালন,
করে চলেছে শুধু তোমায় ছেদন!!
তুমি কি নেবে না প্রতিশোধ ?
তুমি কি দেখাবে না, তোমার ক্রোধ?
কিন্তু হায়!
তুমি নিরুপায়;
নিয়ে বিশাল চেহারা,
দাও তুমি মোদের প্রাণ পাহারা;
তাতে তোমার হয় না বিচ্যুতি,
নেই তোমার কোনো ত্রুটি।।।


রচয়িতা : সূর্য্যকান্ত লোহ।
রামজীবনপুর; পশ্চিম মেদিনীপুর।
Read More

Bangla Kobita By : সূর্য্যকান্ত লোহ " "গরীবের রাজা বর্ষা"

9:05 PM
গরীবের রাজা বর্ষা

..............................
বাংলাবাসী হয়ে মোরা, বড়ই গর্বিত;
বাংলা মোদের বছর ধরে, ছয় ঋতু সজ্জিত।
গ্রীষ্ম থেকে বসন্ত
আপন কাজে নিযুক্ত।
ছয়টি ঋতুর সম্ভার
ভরায় বাংলার দরবার,
একটি গেলেই একটি আসে
এটি শুধু এই বাংলাদেশে।
গ্রীষ্মেতে হয় বেজায় গরম,
বর্ষাতে ফোটে হাসি;
শরতে পায় মায়ের দেখা হই তো সবাই খুশি।
হেমন্ত তে খেজুর রস,
আর শীতে পিঠে পায়েস; আহা তারপরেই বসন্ত আসে,
করি সবাই আয়েস।
বসন্ত তো ঋতুর রাজা কোকিল আবার দূত!
আধপেটা খেয়ে মেনে নিই এটা,
নয় কি তা অদ্ভুত?
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
এমন সময়;
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি,
অতীব সত্য এটি।
তাই বলি যে, 'রাজকীয়' মান,
দাও সবাই এরে,
যে মোদের করে অন্নদান,
আর ফসল ফলায় বছর ধরে,
বসন্ত তো ভোগ বিলাসী,
"বর্ষা" ভরায় পেট;
যদি কিছু ভুল বলি তো,
মাথা হোক মোর হেট।।


রচয়িতা: সূর্য্যকান্ত লোহ
রামজীবনপুর ,
পশ্চিম মেদিনীপুর, Facebook
Read More

Bangla Kobita By : সূর্য্যকান্ত লোহ " "আমার দাবি"

5:07 AM
  "আমার দাবি"

          ..........................
কবির কবি বিশ্ব কবি,
তোমার কাছে আছে, আমার কিছু দাবি;
তুমি কী করে নামালে তোমার, কবি প্রতিভার ঝুরি?
আমি তো কবিতা লিখতে বসে, কেবল কেটে কেটে মরি।
পারব না কি আমি?
বলোনা একবার তুমি;
তুমিও মানুষ, আমিও মানুষ, না পারার কী আছে!
শেষ পর্য্যন্ত যাবো বৈকি, তোমার এক সহস্রাংশের কাছে;
শুধু দরকার, তোমার একটু আশীর্বাদ;
যদি হতে পারি, 'ছোট্ট কবি' আমি অকস্মাত্!!

রচয়িতা,
সূর্য্যকান্ত লোহ,
রামজীবনপুর,
পশ্চিম মেদিনীপুর। Facebook
Read More

Bangla Kobita By : সূর্য্যকান্ত লোহ " "পাখার আত্মকথা"

4:08 AM
 "পাখার আত্মকথা"

আমি পাখা
আমার কাজ শুধু ঘুরতে থাকা ।
তোমার যখন বের হয় ঘাম,
বোঝো তখন আমার দাম। তোমায় গরম লাগে যখন,
আমায় স্মরন করো তখন।
তুমি যখন হও ক্লান্ত,
আমায় তখন করো অশান্ত ।
কিন্তু আমি যখন পরিশ্রান্ত ;
আপনি কোনো খোঁজ নেন তো?
গরম হয় যখন মাথা আমার
করেন কি আপনি কোনো কেয়ার?
যখন ফুরোয় আমার দম ;
গালাগালি কি করেন কম ?
রাখুন বা না রাখুন আমার কেয়ার,
আমাকে কিন্তু আপনার দরকার।
আপনি নন আমার প্রিয়জন
আমার কোনো নেই প্রয়োজন
আমায় যদি সুস্থ রাখেন তবে আপনি আরামে থাকেন।
আমায় যদি করেন দূর বদলাবে তোমার জীবন সুর।
কষ্ট দিলে কষ্ট পাবে
তাই, আগে থেকে, বলি, সাবধান রবে।।

রচয়িতা ....................
সূর্য্যকান্ত লোহ । ( রামজীবনপুর  ) Facebook
Read More

Ramjibanpur calendar 2014

10:54 PM
Ramjibanpur Calendar 2014
Ramjibanpur Calendar 2014

You can Print This Calender FREE 

Download Original File For Print it's Free

DOWNLOAD HERE


Read More

Post Top Ad