উদার তরু
উদার তরু
............................................................ও ভাই,গাছ
তোমার কি নেই কোনো লাজ?
তোমাদের মোরা, করি কত নির্যাতন;
তবু তোমরা, মোদের দাও কত ধন!
তোমরা থাকলে ক্ষরা আর বন্যা,
পৃথিবীতে তো, আর দেখা যেতো না।
চারিদিকে হচ্ছে, আজ শুধু ভূমিক্ষয়;
তোমরা থাকলে, আর তো নেই, কোনো ভয়।
আর, মোদের প্রাণবায়ু অক্সিজেন?
তোমরা ছাড়া, আর তা কারা দেন?
আর এই কুমতি-নর;
দেয় কি তোমায়, কোনো কর?
তোমায় তারা না ক'রে পালন,
করে চলেছে শুধু তোমায় ছেদন!!
তুমি কি নেবে না প্রতিশোধ ?
তুমি কি দেখাবে না, তোমার ক্রোধ?
কিন্তু হায়!
তুমি নিরুপায়;
নিয়ে বিশাল চেহারা,
দাও তুমি মোদের প্রাণ পাহারা;
তাতে তোমার হয় না বিচ্যুতি,
নেই তোমার কোনো ত্রুটি।।।
রচয়িতা : সূর্য্যকান্ত লোহ।
রামজীবনপুর; পশ্চিম মেদিনীপুর।
উদার তরু
............................................................ও ভাই,গাছ
তোমার কি নেই কোনো লাজ?
তোমাদের মোরা, করি কত নির্যাতন;
তবু তোমরা, মোদের দাও কত ধন!
তোমরা থাকলে ক্ষরা আর বন্যা,
পৃথিবীতে তো, আর দেখা যেতো না।
চারিদিকে হচ্ছে, আজ শুধু ভূমিক্ষয়;
তোমরা থাকলে, আর তো নেই, কোনো ভয়।
আর, মোদের প্রাণবায়ু অক্সিজেন?
তোমরা ছাড়া, আর তা কারা দেন?
আর এই কুমতি-নর;
দেয় কি তোমায়, কোনো কর?
তোমায় তারা না ক'রে পালন,
করে চলেছে শুধু তোমায় ছেদন!!
তুমি কি নেবে না প্রতিশোধ ?
তুমি কি দেখাবে না, তোমার ক্রোধ?
কিন্তু হায়!
তুমি নিরুপায়;
নিয়ে বিশাল চেহারা,
দাও তুমি মোদের প্রাণ পাহারা;
তাতে তোমার হয় না বিচ্যুতি,
নেই তোমার কোনো ত্রুটি।।।
রচয়িতা : সূর্য্যকান্ত লোহ।
রামজীবনপুর; পশ্চিম মেদিনীপুর।