Bangla Kobita : সূর্য্যকান্ত লোহ : " শীত কাতুরে,কি ভীতুরে! " - Ramjibanpur

Ramjibanpur, west bengal, bangla, west bengal results, wb results , wb education

Slider

Hot

Post Top Ad

Bangla Kobita : সূর্য্যকান্ত লোহ : " শীত কাতুরে,কি ভীতুরে! "

শীত কাতুরে,কি ভীতুরে!

............................................................
পৌষ-মাঘ শীত কাল ফাটবে ঠোঁট, ফাটবে গাল;
ভয় লাগবে স্নান করতে,
মনে হবে শুধু লেপে ঢুকতে;
মরবে শুধু হিঁ হিঁ ক'রে,
চাইবে না আর, 'শীত' আসুক ফিরে।।
তবু শীতের গুন কী জানো?
মানো আর না-ই মানো- শীতকালে খাবে, যা-ই
হজম হয়ে যাবে, তা-ই
শীতকাল সবজী মোড়া, খেয়ে সবাই পেট ভরা।
তাই আর শীতের ভয়ে,
থাকিস না, কেউ লুকিয়ে ঠোঁট ফাটবে, ফাটুক না কেনো;
দোকান আছে লোশন সাজানো।
স্নান করতে ম'লে?
করোনা, গরম জলে-একবারই তো,
'একটু শীত' লাগবেই তো।
কেঁপোনা, কেঁপোনা; 
জানা আছে তো, 'উল বোনা'?
এরপরও শীতকে ডর?
তোরা সবাই মর মর-
শীতে না যদি করিস, স্নান
তোদের আর, রইল না মান।
আড়াইটা মাস শীত থাকে,
তা তো আমার ভালোই
লাগে; 
তোরা সব শীত কাঁতুরে আমি বলব কি ভীতুরে!

রচয়িতা- সূর্য্যকান্ত লোহ । (SURYAKANTA LOHA)
রামজীবনপুর; পশ্চিম মেদিনীপুর ।

Post Top Ad