গরীবের রাজা বর্ষা
..............................
বাংলাবাসী হয়ে মোরা, বড়ই গর্বিত;
বাংলা মোদের বছর ধরে, ছয় ঋতু সজ্জিত।
গ্রীষ্ম থেকে বসন্ত
আপন কাজে নিযুক্ত।
ছয়টি ঋতুর সম্ভার
ভরায় বাংলার দরবার,
একটি গেলেই একটি আসে
এটি শুধু এই বাংলাদেশে।
গ্রীষ্মেতে হয় বেজায় গরম,
বর্ষাতে ফোটে হাসি;
শরতে পায় মায়ের দেখা হই তো সবাই খুশি।
হেমন্ত তে খেজুর রস,
আর শীতে পিঠে পায়েস; আহা তারপরেই বসন্ত আসে,
করি সবাই আয়েস।
বসন্ত তো ঋতুর রাজা কোকিল আবার দূত!
আধপেটা খেয়ে মেনে নিই এটা,
নয় কি তা অদ্ভুত?
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
এমন সময়;
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি,
অতীব সত্য এটি।
তাই বলি যে, 'রাজকীয়' মান,
দাও সবাই এরে,
যে মোদের করে অন্নদান,
আর ফসল ফলায় বছর ধরে,
বসন্ত তো ভোগ বিলাসী,
"বর্ষা" ভরায় পেট;
যদি কিছু ভুল বলি তো,
মাথা হোক মোর হেট।।
রচয়িতা: সূর্য্যকান্ত লোহ
রামজীবনপুর ,
পশ্চিম মেদিনীপুর, Facebook
..............................
বাংলাবাসী হয়ে মোরা, বড়ই গর্বিত;
বাংলা মোদের বছর ধরে, ছয় ঋতু সজ্জিত।
গ্রীষ্ম থেকে বসন্ত
আপন কাজে নিযুক্ত।
ছয়টি ঋতুর সম্ভার
ভরায় বাংলার দরবার,
একটি গেলেই একটি আসে
এটি শুধু এই বাংলাদেশে।
গ্রীষ্মেতে হয় বেজায় গরম,
বর্ষাতে ফোটে হাসি;
শরতে পায় মায়ের দেখা হই তো সবাই খুশি।
হেমন্ত তে খেজুর রস,
আর শীতে পিঠে পায়েস; আহা তারপরেই বসন্ত আসে,
করি সবাই আয়েস।
বসন্ত তো ঋতুর রাজা কোকিল আবার দূত!
আধপেটা খেয়ে মেনে নিই এটা,
নয় কি তা অদ্ভুত?
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
এমন সময়;
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি,
অতীব সত্য এটি।
তাই বলি যে, 'রাজকীয়' মান,
দাও সবাই এরে,
যে মোদের করে অন্নদান,
আর ফসল ফলায় বছর ধরে,
বসন্ত তো ভোগ বিলাসী,
"বর্ষা" ভরায় পেট;
যদি কিছু ভুল বলি তো,
মাথা হোক মোর হেট।।
রচয়িতা: সূর্য্যকান্ত লোহ
রামজীবনপুর ,
পশ্চিম মেদিনীপুর, Facebook