Ramjibanpur, west bengal, bangla, west bengal results, wb results , wb education

Search

Saturday, June 7, 2014

Bangla Kobita By : সূর্য্যকান্ত লোহ " "আমার দাবি"

  "আমার দাবি"

          ..........................
কবির কবি বিশ্ব কবি,
তোমার কাছে আছে, আমার কিছু দাবি;
তুমি কী করে নামালে তোমার, কবি প্রতিভার ঝুরি?
আমি তো কবিতা লিখতে বসে, কেবল কেটে কেটে মরি।
পারব না কি আমি?
বলোনা একবার তুমি;
তুমিও মানুষ, আমিও মানুষ, না পারার কী আছে!
শেষ পর্য্যন্ত যাবো বৈকি, তোমার এক সহস্রাংশের কাছে;
শুধু দরকার, তোমার একটু আশীর্বাদ;
যদি হতে পারি, 'ছোট্ট কবি' আমি অকস্মাত্!!

রচয়িতা,
সূর্য্যকান্ত লোহ,
রামজীবনপুর,
পশ্চিম মেদিনীপুর। Facebook